ভেড়ামারা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধান উপলক্ষে মতবিনিময় সভা ও ৩ বিঘা জমি প্রদান
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সহযোগিতয়া বর্জ্য সমস্যা সমাধান হলো
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে মঙ্গলবার দুপুরে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩ বিঘা জমি দেওয়ার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সহযোগিতয়া বর্জ্য সমস্যা সমাধান হলো। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, প্যানেল মেয়র মাহাবুল আলম বিশ্বাস, রেলবাজার বনিক সমিতি’র সাধারন সম্পাদক আবু দাউদ, মধ্যবাজার বনিক সমিতি’র সভাপতি বদরুজ্জামান বাদল, কলেজ বাজার শিল্প বনিক সমিতি’র সাধারন সম্পাদক আবুল কালাম ডাবলু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন, পৌরসভার সচিব গোরাম সরওয়ার, কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, মিজানুর রহমান ডাবলু, সোলাইমান মাষ্টার, মেহেদী হাসান সবুজ প্রমুখ।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, ভেড়ামারা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সর্বদাই একটি সমস্যা। আমি এখানে যোগদানের পর থেকে দেখেছি বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট কোন ব্যবস্থা নেই। বিষয়টি সবার জন্য সমান বিব্রতকর। ইতোমধ্যে হিসনা ব্রীজ, পোস্ট অফিসের পাশে ও গোলাপ নগর যেতে রাস্তার দুপাশে আবর্জনার স্তপ জমেছে। অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন বিষয়টি দেখতে। পৌরসভাকে অনুরোধ করেছিলাম সমাধান করতে। তাদের বক্তব্য, তাদের আন্তরিক প্রচেষ্টা সত্বেও বর্জ্য ফেলার জায়গা না থাকায় তারা অসহায়। সম্মানিত জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয় সহকারী কমিশনার ( ভূমি) ভেড়ামারার মাধ্যমে ভেড়ামারা পৌরসভাকে ৯ মাইল এলাকায় ৩ বিঘা জমি লীজ দিবে। পৌরসভা বর্জ্য সংগ্রহপূর্বক সেখানে ফেলবে।
পৌরসভা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এসব বর্জ্য সংগ্রহ করবে। এ ব্যবস্থা দ্রæততম সময়ে বাস্তবায়িত হবে। সকলের সহযোগিতায় ভেড়ামারা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন করা সম্ভাব্য হবে এমনটি আমাদের প্রত্যাশা।