ভেড়ামারা কলেজে নবীণ বরণ অনুষ্ঠানে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


ভেড়ামারা প্রতিনিধি: জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন,গুন্ডামী-বাড়াবাড়ির বিরুদ্ধে শেখ হাসিনার কঠোর অবস্থানকে জাসদ সমর্থন করে। তরুণ সমাজ দুর্নীতির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস অর্জন কর। জঙ্গীদের সাথে যেমন আপোস নাই, তেমনি গুন্ডামী-দুর্নীতি-দলবাজদের সাথে কোন ছাড় নাই। বৈষম্যমুক্ত ও দূর্নীতি-দলবাজী গুন্ডামীমুক্ত সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার এই পর্বে তরুন সমাজের বিরাট দায়িত্ব। মাদক দূর্নীতি-গুন্ডামী কে না বলার আহবান জানান ছাত্র-ছাত্রীদের প্রতি।
বৃহস্পতিবার দুপুর ২টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে একাদশ ও অনার্স প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে একথা বলেন।
নবীণ বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোল্লা খবীর আহমেদ, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, ভেড়ামারা কলেজের গভানিং বর্ডির সদস্য নবির উদ্দিন নবির, হাসান বিন মাহমুদ ঝন্টু, আয়ুব আলী, আনোয়ারুর কবির টুটুল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা সাধারন সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম, প্রভাষক আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ভেড়ামারা কলেজের ছাত্র সাইফুল ইসলাম, মেহেদী হাসান ছাত্রী অন্যান্য ও হিয়া। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।