ভেড়ামারায় হ্যান্ডস অব হিউম্যা‌নি‌টি’র উ‌দ্যো‌গে ৩ শতা‌ধিক গরীব ও দুস্থ্য‌দের ম‌ধ্যে ঈদ সামগ্রী বিতরণ

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুন ১, ২০১৯
Spread the love

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় হ্যান্ডস অব হিউম্যা‌নি‌টি’র উ‌দ্যো‌গে শনিবার দিনব্যাপী উপজেলার কাঠেলপুল, ধরমপুর, পরানখালী, গোলাপ নগর, ষোলদাগ ও ১২ দাগ এলাকায় প্রায় ৩ শতজন গরীব ও দুস্থ্য‌দের ম‌ধ্যে সেমাই, চিনি, চাউল, ডাউল, তৈল, গুড়া দুধসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা কলেজের প্রভাষক আবুল হোসেন।

উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনার কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা কলেজের প্রভাষক মাসুদ হাসান, প্রভাষক আশরফুল ইসলাম, প্রভাষক আকরামুল ইসলাম, হ্যান্ডস অব হিউম্যা‌নি‌টি’র সদস্য রফিকুল ইসলাম নিশাত, আলী হোসেন, রুবেল হোসেন, খালিদ বিন মাসুদ,শাওন ইসলাম, মোমিন হক, জুয়েল রানা, সেতু খাতুন, বিথী খাতুন প্রমুখ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।