ভেড়ামারায় প্রতিপক্ষকে ঘায়েল করতে অর্তকিত হামলাঃ থানায় জিডি
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বর জহুরুল ইসলাম ও তার ছোট্র ভাই মেহেরুল ইসলামকে স্থানীয় প্রতিবেশী প্রতিপক্ষ ঘায়েল করতে অর্তকিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়,তাদের ঘায়েল করতে এক ব্যক্তি নিজের স্ত্রীকে দিয়ে ধর্ষণ চেষ্টার মিথ্যা কৌশল সাজানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।গত ১৮আগষ্ট রোববার ভোর ৪টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার বিশ^াস পাড়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৯ আগষ্ট বিকেলে ভেড়ামারা থানায় মেহেরুল ইসলাম নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
আভিয়োগ সূত্রে জানাগেছে, গত ১৮ আগষ্ট রোববার ভোর রাত ৪টার দিকে ক্ষেমিরদিয়া বিশ^াস পাড়া এলাকার প্রভাবশালী চিহ্নত সন্ত্রাসী বাহিনীরা মোকারিমপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বর আমার বড়ভাই জহুরুল ইসলাম ও আমার উপর অর্তকিত হামলা চালায় ও আমার মানসম্মান ক্ষুন্ন করতে মিথ্যা অপবাধ দেয়। আমার এলাকায় বেশকিছু জায়গা জমি রয়েছে। সেই জায়গা জমি বিভিন্ন সময় বেদখল করে রাখেন এই এলাকার প্রভাবশালী চিহ্নত সন্ত্রাসী বাহিনীরা। আমার নিজের বাড়ির ছাদে গেলে বিভিন্ন সময় আমার নামে কুৎসা রটনা ও মিথ্যাচার করে অপবাদ দেন তারা। নিজের বাড়ির ছাদে উঠতে পারবো না এটা কেমন কথা? এমন কথা মেনে নেওয়া যায় না। আমি এদের বিচার চাই।
মোকারিমপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বর সিরাজুল ইসলাম বলেন, ওই দিন সেখানে ধর্ষণ চেষ্টার কোনো ঘটনা ঘটেনি। এমন ঘটনা ঘটলে তো সবার আগে তারা আমাকেই জানাতো। পরে সকালে শুনছি জহুরুল ইসলাম ও তার ছোট্র ভাই মেহেরুল ইসলামকে মারপিট করা হয়েছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি দুঃখজনক। এমন ভাবে তাদের উপর হামলা করা ঠিক হয়নি।
ভেড়ামারা থানার (ওসি) মোল্লা খবির বলেন,ঐ এলাকার ওইদিন কোনো ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ অথবা মামলার কোনোটি হয়নি। মেহেরুল ইসলাম নামে একজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার উপর এবং তারই বড়ভাই সাবেক মেম্বর জহুরুল ইসলামের উপর হামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার