ভেড়ামারায় প্রকাশ্য দিবালোকে সেলসম্যান কে পিটিয়ে হত্যা হত্যা

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে যুবককে পিটিয়ে হত্যার সংবাদ পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী দোকানদার/সেলসম্যান এর সাথে বিরোধের জের ধরে এই হামলা ও পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম অনিক (২৫) সে বাবর আলী মার্কেটে আমিন গার্মেন্টস এর সেলসম্যান হিসেবে চাকরি করতো। হাতুড়ি বাটাম এই প্রকারের অস্ত্র দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করা। ঘাড়েসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হলে তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিতে বললে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় পথমধ্যে সে মারা যায়।

এই ঘটনার পর ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। মার্কেটে ও আশেপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে। ঘটনাস্থলের দোকান পাট বন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকারীদের কয়েকজন এর নাম জানা গেলেও বিষয়গুলো আরো যাচাই-বাছাই এর পর পাঠকদের জন্য প্রকাশ করা হবে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।