ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আরও এক নারীর মৃত্যু

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
Spread the love

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পল্লীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা খাতুন (৫২) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ওই নারীর মৃত্যু হয়। এনিয়ে উপজেলায় মাত্র চার দিনের ব্যবধানে ডেঙ্গু জ্বরে মারা গেল দুই নারী। রওশন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ঠাকুর দৌলতপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী। শনিবার বিকেলে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ঠাকুর দৌলতপুর গ্রামের তার নিজ বাড়িতে পৌঁছায়।

মোসলেম উদ্দিন জানান, গত রোববার (৮ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন রওশন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনিত হলে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বিকেলে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ঠাকুর দৌলতপুর গ্রামের তার নিজ বাড়িতে পৌঁছায়।

ডেঙ্গু জ্বরে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মীনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। মীনা উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী। এনিয়ে এ উপজেলায় মাত্র চার দিনের ব্যবধানে দু’জনের মৃত্যু হলো।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।