ভেড়ামারায় ডাঃ মুসতানজীদ লোটাসের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ভেড়ামারার কৃতি সন্তান অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাসের উদ্যোগে ইফতার মাহফিল. দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ভেড়ামারার কৃতি সন্তান অধ্যাপক ডাঃ এস এম মুসতানজিদ লোটাস। উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনার কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা ও প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।