ভেড়ামারা নকল আকিজ বিড়ি, নকল ব্যান্ডরোল ও নিম্নমানের তামাক উদ্ধার : ৫০ হাজার টাকা জরিমানা
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া বটতলা মসজিদ এলাকায় নকল বিড়ি প্রস্তুতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ ।
বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ এ সময় তিনি বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি, নকল ব্যান্ডরোল ও নিম্নমানের তামাক উদ্ধার করে ।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, দীর্ঘদিন যাবত মানুষকে নকল বিড়ি দিয়ে প্রতারিত করছে ও মূল্যবান সরকারি ট্যাক্স ফাঁকি দিচ্ছে । উদ্ধার করা নকল বিড়ি ধ্বংস করা হয়। অভিযুক্ত রবিউল মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও তা আদায় করে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।