ভালো কাজের পুরষ্কার পেলেন এসআই আতিক
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া মডেল থানার এস আই আতিকুর রহমান আতিক ভালো কাজের স্বীকৃতি সরূপ তাকে সম্মাননা প্রদান করেছে জেলা পুলিশ। এ জন্য তাকে জেলা পুলিশের পক্ষ হতে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত এর নিকট হতে এ অর্জন করার পুরস্কার গ্রহন করেন এস আই আতিকুর রহমান আতিক। ইতিপূর্বে এস আই আতিকুর রহমান আতিক কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা পুলিশ ক্যাম্পের আইসি হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালিন সময়ে তিনি ওই এলাকায় একের পর এক সাঁড়াশী অভিযান চালিয়ে অপরাধীদের চোখের ঘুম হারাম করে দেন। এলাকায় শান্তিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। আমলা ক্যাম্প থেকে তিনি আলামপুর ক্যাম্প, পরে কুষ্টিয়া মডেল থানায় যোগদান করেছেন। এখানেও তিনি বিভিন্ন অভিযানে সফলতা পেয়েছেন। এবার দিয়ে তিনি ৬ষ্ট বারের মতো এ পুরষ্কার অর্জন করেছেন।
এস আই আতিকুর রহমান আতিক সন্ত্রাসী এবং মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে বলেন, অপরাধীদের সাথে আমার কোন আপোষ নেই। সকলের সহযোগিতা, ভালবাসা এবং দোয়া আমার সাথে থাকলে ডিপার্টমেন্ট এবং সরকারের ভাবমূর্তি অখুন্ন রাখবো ইনশাল্লাহ।