ব্যতিক্রম ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মিত হচ্ছে গাংনীর জোরপুকুরে

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯
Spread the love

গাংনী সংবাদদাতা: জোড়পুকুর হাই স্কুল জামে মসজিদের নির্মাণ কাজ চলছে। দৃষ্টিনন্দন এই মসজিদটির নির্মাণ কাজের প্রায় অর্ধেকের বেশি সম্পূর্ণ হয়েছে । স্কুল কতৃপক্ষ ও এলাকাবাসীর সহযোগিতায় সুন্দর এই মসজিদটি নির্মিত হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে একেবারে নির্মাণের শেষ পর্যায়ে এসে অর্থনৈতিক কিছুটা সংকট দেখা দেওয়ায় কাজে ধীরগতি দেখা দিয়েছে। মসজিদ কমিটি ও এলাকাবাসীর দাবি মসজিদটি যেহেতু খুলনা বিভাগীয় পর্যায়ে সৌন্দর্য বর্ধনে এগিয়ে।

মসজিদ নির্মাণ কাজেও রয়েছে ভিন্নতা যেমন মসজিদের ইমাম সাহেব মসজিদের পিছন সাইড দিয়া ভিতরে প্রবেশ করবে। এবং মসজিদের কারুকার্য দেখলেই বোঝা যায় যে সৌদির অপার সৌন্দর্যময় মসজিদের আদলে নির্মিত হচ্ছে। পাশে রয়েছে খোলা মেলা জানালা লাইটিং করা হয়েছে সৌদির বিভিন্ন মসজিদের আদলেই। দুই তলা এই মসজিদটির নিকট গেলেই প্রাণ জুড়িয়ে যায়। একদিকে রয়েছে হাই স্কুল মাঠ অন্যদিকে মেহেরপুর কুষ্টিয়া সড়ক। দূরে দাঁড়িয়ে আছে মসজিদটি। দু’পাশে দুটি নারকেল গাছ সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করেছে। মসজিদটির কাজ সম্পন্ন করতে বিত্তবান এবং ধর্মভীরু মুসলিমদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা। তবে টাকা পয়সা দিয়ে সহযোগিতার পাশাপাশি সার্বক্ষনিক মসজিদের সময় দিয়ে কাজের তদারকি করছেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি ফজলুর রহমান বিশ্বাস। তার প্রচেষ্টায় দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মিত হচ্ছে।

তবে তার পাশে আরো কিছু লোক এগিয়ে আসলে মেহেরপুর জেলা নয় খুলনা বিভাগীয় পর্যায়ে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মিত হবে গাংনীতে এমনই দাবি করেছেন এলাকাবাসী।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।