বেতন গ্রেড উন্নীত করার দাবিতে মিরপুরে প্রাথমিক শিক্ষকদের মানব বন্ধন স্মারকলিপি প্রদান

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯
Spread the love

মিরপুর সংবাদদাতা: সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিরপুর উপজেলা শাখার আহবানে বৃহস্পতিবার উপজেলা চত্ত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের দাবীর ব্যাপারে বক্তব্য রাখেন জনাব শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মিরপুর উপজেলা শাখা ও উপক্রীড়া সম্পাদক কেন্দ্রীয় কমিটি, জনাব আব্দুল মান্নান, সহ-সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মিরপুর উপজেলা শাখা, জনাব আনিছুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা শিক্ষক সমিতি ও সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি, শীরিন সুলতানা, সহ-সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মিরপুর উপজেলা শাখা। এছাড়াও উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা উপস্থিত ছিলেন।


মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রকিবুল হাসান (ভারপ্রাপ্ত) মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয়।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।