বিএনপির মূললক্ষ্য খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার -মেহেদী রুমী

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিবেদক : বিগত সরকার বিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় জেলায় গুম খুন ও পঙ্গুত্বের শিকার এবং নির্যাতিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরিবারদেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেয়া ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।


এরই অংশ হিসেবে শনিবার দিনব্যাপী জেলা বিএনপির কার্যালয়ে কুমারখালী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদ মুন্সি রশিদুর রহমান, খোকসা যুবদলের সাবেক সভাপতি আবু আহমেদ আ্যরাবিয়া, বেতবাড়িয়া বিএনপি নেতা আব্দুল মাজেদ, খোকসা থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক প্রফেসর মাসুদ করিম, জয়ন্তীহাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী, কুমারখালী থানা কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আজবাহার, কুমারখালী ছাত্রদল নেতা আব্দুল লতিফ, কুমারখালী চাপড়া ইউপি বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজের পরিবারকে তারেক রহমানের উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত গুম খুন ও পঙ্গুত্বের শিকার এবং নির্যাতিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরিবার ও নেতাকর্মীদের উদ্যেশে মেহেদী রুমী বলেন, সরকার বিরোধী আন্দোলনে যেসব নেতাকর্মী নিহত ও পঙ্গৃত্ব হয়েছেন তাদের তালিকা করা হয় তারেক রহমানের নির্দেশে। তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতা-সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে বিএনপি।

তিনি আরো বলেন, এখন বিএনপির মূললক্ষ্য খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার। কারণ দেশে সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ছিলেন বেগম জিয়া। তার মুক্তি না হলে, দেশে গণতন্ত্র ফিরে আসবে না। আর আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জাতীয় ঐক্যের ভেতর দিয়ে। দলমত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশরক্ষায় এগিয়ে আসতে হবে। এসময় জেলা ও থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।