বামন্দীতে ডিবি পুলিশের অভিযান: বেগুনের বস্তার মধ্যে ১ মণ গাঁজা : আটক ৩
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


গাংনী সংবাদদাতা: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরে ১ মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা পাঁচারের সাথে জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে
মেহেরপুর ডিবি পুলিশ।
আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগতা গ্রামের রজব মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম, একই উপজেলার মহিষাকুন্ডি গ্রামের মাঠ পাড়ার রবিউল ইসলামের ছেলে বাদশাহ আলি ও ভেড়ামারা উপজেলার পশ্চিমবাইক চর এলাকার মৃত আবুল কাশেম মালিথার ছেলে বিজলু মালিথা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার গাংনী উপজেলার বামন্দী বাজারের বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩জনকে আটক করা হয়। মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩জনকে আটক করে।
মেহেরপুর জেলা ডিবির ওসি ওবাইদুর রহমান জানান,কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে একটি পিকআপ গাড়ীতে করে বেগুনের বস্তার মধ্যে আনুমানিক ১ মণ গাঁজা নিয়ে বামন্দী হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার প্রস্তুতি চলছিল।
এ সময় ডিবির পুলিশের একটিদল বামন্দী শহরের বটতলা এলাকায় অবস্থানরত একটি পিকআপ গাড়ীতে তল্লাশি চালায়। এ সময় পিকআপ থেকে গাঁজাসহ পাঁচারের সাথে জড়িত সন্দেহে ৩জনকে আটক করে। আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগতা গ্রামের রজব মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম, একই উপজেলার মহিষাকুন্ডি গ্রামের মাঠ পাড়ার রবিউল ইসলামের ছেলে বাদশাহ আলি ও ভেড়ামারা উপজেলার পশ্চিমবাইক চর এলাকার মৃত আবুল কাশেম মালিথার ছেলে বিজলু মালিথা। আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে।