ফেসইবুকে ছেলেধরা গুজব ছড়ানোর অপরাধে কুষ্টিয়ায় র্যাবের অভিযানে গ্রেফতার ১
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেসইবুকে ছেলেধরা গুজব ছড়ানোর অপরাধে রজব আলী (৪০) নাামের একজনকে গ্রেফতার করেছে । সোমবার দুপুর দেড়টার দিকে জেলার মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করে ।
র্যাব জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুরের পোড়াদহ নতুন বাজার ফুলতলা মোড়ে অবস্থিত এ কে টেলিকম মোবাইল সার্ভিসিং এর দোকান হতে গোপন সংবাদের মাধ্যমে সংবাদ পেয়ে জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান দক্ষিণ পাড়ার মৃত আঃ খালেক মন্ডলের ছেলে রজব আলী কে ফেসইবুক এর মাধ্যমে ইচ্ছাকৃত ভাবে আক্রমনাত্বক, ভীতি প্রর্দশক, মিথ্যা বলে জানা থাকা সত্ত্বেও রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ক্ষুণœু করার উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ায়ে বিভিন্ন পোষ্ট করে।
উল্লেখ্য যে চট্টগ্রমে মাদ্রাসা থেকে বাচ্চা নেওয়ার সময় কল্লাকাটা আটককৃত ব্যক্তি গণপিটুনির পর এই পর্যন্ত ১২ জন বাচ্চা নেওয়ার ভায়াবহ বর্ণান দিলেন পাচারকারী নিজে বলে মিথ্যা অপপ্রচার করে দেশের মধ্যে অস্থিরতা বা বিশৃংখলা সৃষ্টি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রজব আলী এর নিকট হতে ১ (একটি) মোবাইল ফোন, ১ (একটি) সীমকার্ড উদ্ধার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার