পিতাকে হত্যার চেষ্টা কুষ্টিয়ায় মাদকাসক্ত পুত্র আটক

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
Spread the love

মিরপুর সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নওপাড়া মহল্লায় রবিবার সকালে মাদকাসক্ত পুত্র নিজ পিতাকে হত্যার উদ্দেশ্যে গুরুত্বর রক্তাত্ব জখম করে। ওই ঘটনায় স্থানীয় জনতা মাদকাসক্ত ওই পুত্রকে মঙ্গলবার আটক করে পুলিশে সৌপর্দ করেছে।

আটককৃত পুত্রের নাম আশিক শেখ (২৬)। সে নওপাড়া গ্রামের আলম শেখের পুত্র।

এ ব্যাপারে আহত পিতা আলম শেখ (৫২) বাদী হয়ে মঙ্গলবার ৩২৬/৩০৭ ধারায় থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৩০।

আহত পিতা আলম শেখের দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তাঁর ছেলে আশিক শেখ এলাকার চিহ্নিত বখাটে খারাপ ছেলেদের সাথে মেলামেশা করতো। ওইসব সঙ্গ এড়িয়ে চলতে বললে ছেলে আশিক তার উপর ক্ষিপ্ত হয়ে যেত। যারই ধারাবাহিকতায় গত ২৩ জুন সকালে আশিক তার পিতার নিকট টাকা চাইলে, পিতা আলম শেখ টাকা দিতে না চাহিলে সে ক্ষিপ্ত হয় ও রামদা দিয়ে কোপ দেয়। এতে পিতা আলম শেখের মাথা কাটিয়া যায় ও বাম হাতের ৪টি আঙ্গুল কেটে রক্তাত্ব গুরুত্বর আহত হয় বলে জানা যায়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিতাকে হত্যার চেষ্টায় পুত্র গ্রেফতারের আলোচিত মামলা দায়ের ও পুত্রকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।