পাবনার ঈশ্বরদীতে ২ জনের লাশ উদ্ধার: ছুরিকাঘাতে পাহারাদার মৃত্যু সজ্জায়

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, মে ২৫, ২০১৯
Spread the love


ঈশ্বরদী সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে পৃথক ঘটনায় আলতাফ হোসেন (৪৫) ও শাকিব (২০) নামের দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পৃথক স্থান থেকে এ লাশ উদ্ধার করে ।

পুলিশ জানায়, ভোর সাড়ে তিনটার দিকে পৌর এলাকার চারা বটতলা এলাকায়
আলতাফ হোসেন নাামের এক মাদক ব্যবসায়ী খুন হয় । সে এলাকার আবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় ১২ টি মামলা রয়েছে। মাদক ব্যাবসা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্খোরা বাড়ির পাশের একটি নির্মানাধিন বাড়িতে ডেকে নিয়ে কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করলে সে ঘটনাস্হলেই নিহত হয়।এঘটনা ঘটিয়ে ঘাতকরা পালিয়ে যাবার সময় কর্তবরত পাহারাদার চোর মনে করে ধরতে গেলে তাকে বেধরক ছুরিকাঘাত করে।এতে পাহারাদার মতি(৬৫) গুরুতর আহত হয়। গুরতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাঁসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্হা আশংকাজনক। পুলিশ ঘটনাস্হল থেকে লাশ নিয়ে পোস্ট মর্টেম এর জন্য পাবনা মর্গে পাঠিয়েছেন।

এদিকে সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের চক নারীচা গ্রামের আলমগীরের ছেলে শাকিব (২০) রহস্যজনক ভাবে খুন হয়েছে। ঘাতকরা তাকে হত্যা করে পার্শ্ববর্তী পুকুর পারে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা প্রেরণ করেছে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন যে আলতাফ খুন হয়েছে মাদক ব্যাবসা সংক্রান্ত বিরোধের জের ধরে আর সাকিব খুন হয়েছে জমিজমা সংক্রান্ত বিরোধে জের হিসেবে। উভয় ঘটনায় পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।