পরজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাঁর নাম মুছে ফেলতে চেয়েছিল-এমপি বাদশাহ্
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর নাম গাঁথা রয়েছে। স্বাধীনতার পরজিত শত্রæ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশ থেকে তাঁর নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি এবং ভালবাসার সংগঠন আওয়ামী লীগের সাথে আছি। দৌলতপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্বরণে আয়োজিত শোকভায় প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর আসনের সাংসদ অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ এসব কথা বলেছেন। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় এমপি বাদশাহ ৭৫’র ১৫ আগষ্ট ও ২০০৪’র ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে উপস্থিত দৌলতপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় শোক সভাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের সব নেতাকে এক মঞ্চে দেখা গেছে। দীর্ঘ দিনের বিভেদ ভুলে নেতাদের এমন দৃশ্যে দলের সাধারন নেতাকর্মীরা বেশ খুশি।
উপজেলা আওয়ালীগের সভাপতি আফাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, সাধারন সম্পাদক শরীফ উদ্দীন রিমন, সাংগঠনিক সম্পাদক সর্দার তোহিদুল ইসলাম । বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শেলি দেওয়ান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, দৌলতপুর আওয়ামী লীগে তথ্য গবেষনা সম্পাদক টিপু নেওয়াজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ¦ নজরুল ইসলাম, দৌলতপুর যুবলীগের মাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন মাষ্টার, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, জেলা পরিষদ সদস্য মায়াবী রোমাঞ্চ মল্লিক, দৌলতপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর, দৌলতপুর যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ ও দৌলতপুর ছাত্রলীগের আহŸায়ক চঞ্চল হোসেনসহ দৌলতপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন শোক সভা পরিচালনা করেন।
শোকসভায় দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। উপজেলা পরিষদ মাঠে শোক সভা হওয়ার কথা থাকলেও বৈরী আবহওয়ার কারনে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোকসভাকে কেন্দ্র করে দুপুরের আগেই উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে নেতাকর্মীদের শোকসভা স্থলে উপস্থিত হয়। উপজেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। বিশেষ করে উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দিনের বিভেদ ভুলে দলের সকল শ্রেণির নেতাকর্মী সভায় উপস্থিত হয়। শোকসভায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের স্বত:স্ফূর্ত উপস্থিতি প্রমান করে সাংসদ অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ’র নেতৃত্বে দৌলতপুর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ তা প্রমান হয়েছে বলে নেতাকর্মীদের বক্তব্যে তা উঠে এসেছে।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার