নড়াইলে বক্সিং খেলার শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
Spread the love

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বক্সিং খেলার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। শনিবার বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইলে জেলা ক্রীড়া সংস্থার বক্সিং পরিষদ এর পরিচালনায় সকাল ৯.৩০ মিনিটে এ খেলার শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।

সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. রওশন আরা কবির, সভাপতি, বক্সিং পরিষদ, নড়াইল জেলা ক্রীড়া সংস্থাসহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, খেলাধুলা মানুষকে সকল প্রকার অপকর্মের থেকে বিরত রেখে মনকে সজীব করে তোলে। খেলাধুলার মাধ্যমে আমরা সকল শ্রেণি পেশার মানুষ সকল প্রকার কাজ কর্মের ক্লান্তি দূর করে একটি আনন্দের নিঃশ্বাস গ্রহণ করতে পারি। তাছাড়া খেলাধুলার আমাদের সমাজের তরুন প্রজন্মকে অপরাধমূলক কাজ-কর্ম (বিশেষ করে মাদক) থেকে দূরে রাখতে সহায়তা করে।

এসময় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা তরুন সমাজকে বিভিন্ন প্রকার খেলাধুলার সুযোগ করে দেয়। বক্সিং খেলা তারই একটি অংশ হিসাবে আজকের এই আয়োজন করে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার বক্সিং পরিষদ। তরুন প্রজন্মকে বিভিন্ন প্রকার খেলাধুলার প্রতি উৎসাহ যোগাতে ভবিষ্যতে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আরো বিভিন্ন প্রকার খেলাধুলার আয়োজন করা হবে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।