নড়াইলে পুলিশ সুপার নির্দেশে গভীর রাতে জুয়ার আসরে ডিবি অভিযান গ্রেফতার-৫

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯
Spread the love

নড়াইল প্রতিনিধি: পুলিশ সুপার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের জুয়ার আসোরে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায়, মোহাম্মদ ফজর আলী (৫৫)পিতা মৃত বিশারদ সেখ, মোঃ শরিফুল পিতা মৃত সামসু জমাদ্দার, মুরাদ মোল্লা (৩৫) পিতা খবির মোল্লা, মোঃ সুমন মোল্লা (২৮) পিতা-ইদ্রিস মোল্লা সিমাখালী, মোহাম্মদ আশরাফুল আলম (২৮) পিতা আদুল হান্নান মোল্লা নড়াইলের চিলগাছা রঘুনাথপুর এদের কে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকাসহ গ্রেফতার করে।

নড়াইল জেলা ডিবি পুলিশের এসআই সৈয়দ জামারত’র, নেতৃত্বে সংগীয় ডিবি পুলিশের এএসআই ও কনস্টেবল নিয়ে এ অভিযান পরিচালনা করে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সৈয়দ জামারত’র, নেতৃতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে থেকে দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে। তারা দির্ঘদিন ধরে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে গভীর রাতে জুয়া খেলা করে আসছে। তাদের বিরুদ্ধে জুয়ার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী টুটুুল শিকদারকে ২৩পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।