নৃ-গোষ্ঠীর সকলকে মূলধারায় আনতে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ – ডিসি আসলাম হোসেন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ স্বাস্থ্য উপকরণ ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বাই সাইকেল ও ল্যাপটপ বিতরণ কুষ্টিয়ার খোকসা উপজেলায় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার সবুজপত্রে উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, নৃ-গোষ্ঠীর সকলকে মূলধারায় আনতে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। নতুন প্রজন্মকে আগামী উন্নত বিশ্বের উপযোগী করে তুলতে এই সোনার বাংলাদেশের সোনার মানুষ হবে এমনটাই আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকারের জাতীয় উন্নয়ন দর্শন সকলের মুখে হাসি ফোটানোর আমাদের মূল লক্ষ্য। অবহেলিত পিছিয়ে পড়া সকলকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে এমনটাই আশা প্রকাশ করি।
উপস্থিত নৃ-গোষ্ঠীর সকল মা-বোন এবং পিতা-মাতা সহ সকল দের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সামাজিক ব্যাধি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। কোন গুজবে কান না দিয়ে সকলকে সচেতন হয়ে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার করে এডিস মশা নির্মূল করতে হবে। বর্তমান সরকার শেখ হাসিনার বিশেষ আহবান, প্রতিটা গ্রাম হবে শহর, আর সেই লক্ষ্যেই আপনাদের সকলের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানদের বিশেষ দায়িত্ব নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শিক্ষার গুণগত মান উন্নত তর করতে কাজ করতে হবে।
পিছিয়ে পড়া এ সকল নৃ-গোষ্টির সকলকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন বলেন, আদিবাসীদের পাশ কাটিয়ে কখনো দেশের উন্নয়ন করা সম্ভব নয়। সমাজের এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে শিক্ষা উপকরণ সহ সকল বিষয়ে তাদের সরকারি সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসীর প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শেষ প্রান্তে জেলা প্রশাসক উপজেলা চত্বরে একটি বৃক্ষ রোপন করেন।