নিজের বাড়ি ও কর্মক্ষেত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে-ডিসি মোঃ আসলাম হোসেন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও সাহসী পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবাইদুর রহমান, ডিডিএলজি মৃণাল কান্তি দে,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার এএকএম জহিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এনডিসি এবিএম আরিফুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণের উপস্থিতিতে সকাল ১০ টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি, ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই। এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জেলাব্যাপী একযোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, শুধু ফটো তুলে কেটে পড়ি আর বেশি বেশি কথা বলি। এতে ডেঙ্গ প্রতিরোধ করা যাবে না। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে কথা কম কাজ বেশী এই নীতিতে এগিয়ে যেতে হবে। নিজের বাড়ি ও কর্মক্ষেত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তা না হলে যে কোনো মুর্হুতে আমাদের দেহে ডেঙ্গু বাসা বাঁধতে পারে।
পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার) বলেন, ডেঙ্গু নিয়ে কোন অবহেলা নয়। ইতোমধ্যে অনেক মুল্যবান প্রাণ ঝরে গেছে। প্রত্যেকের বাড়ির ছাদ, বাড়ির পেছনে এসি’র স্বচ্ছ পানি, বাড়িতে, কর্মস্থলে এবং প্রতিবেশীর বাড়িও পরিস্কার রাখতে হবে। শুধু নিজের বাড়ি পরিস্কার রাখলে হবে না পাশের বাড়ির এডিশ মশা আপনাকে উড়ে এসে কামড়াতে পারে। তাই সাবধান। আজই প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী ক্যাম্পাসে এবং নিজ নিজ বাড়িতে মশক নিধন অভিযান চালান।
কালেক্টর চত্বরের ঘাস, জলাবদ্ধতা, আবর্জনা পরিস্কার করেই ডিসি ও এসপি’র নেতৃত্বে একটি টিম সাঁড়াশী অভিযানে মাঠে নামে। সাথে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান, ডিডিএলজি মৃণাল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার একএম জহিরুল জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ভেড়ামারা সার্কেল এসপি অতিরিক্ত পুলিশ সুপার আল বিরুনী, এনডিসি এবিএম আরিফুল ইসলাম টিম নিয়ে সাঁড়শী অভিযানে মাঠে নামেন। প্রথমে কুষ্টিয়া জিলা স্কুলের সকল শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে সবাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। জেলা স্কুলের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ঔষধ ছিটানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে কেপিসি’র এক ঝাঁক সাংবাদিক, ফটো সাংবাদিক ও টিভি ক্যামেরা পার্সন। এরপর কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদিরের সভাপতিত্বে সচেতনতা সভা, কুষ্টিয়া সরকারী সেন্ট্রাল কলেজের আজমল গণি আরজুর সভাপতিত্বে সচেতনতা সভা, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নুরুন্নাহার ও আরএমও ডাঃ তাপস কুমার সরকার, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম মুস্তানজিদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসকল স্থানে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান, ডিডিএলজি মৃণাল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর আতা, এনডিসি এবিএম আরিফুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ মশক নিধন ও পরিস্কার কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং ফগার মেশিনের সাহায্যে ডেঙ্গুর ঔষধ ছিটানো হয়।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার