নবীগঞ্জে ব্যতিক্রমধর্মী সামাজিক চলচ্চিত্র “কমলা রকেট” প্রদর্শন,ব্যাপক সাড়া

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯
Spread the love

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ চলচ্চিত্র সংসদ এ উদ্যোগে ২য় বারের মত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী সামাজিক চলচ্চিত্র “কমলা রকেট” গত রবিবার নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩টি শোতে প্রদর্শন করা হয়।

চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্টান ইমপ্রেস টেলিফিল্ম এবং নুর ইসলাম মিঠুর পরিচালনায় এতে অভিনয়ে করেছেন তৌকির আহমদ,মোশারফ করিম,সামিয়া সাঈদ। ড্রামা টাইপের এ চলচ্চিত্রটির প্রদর্শনীর বিভিন্ন শোতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার,ষ্টাফ রিপোর্টার শাহ সুলতান আহমদ, আননন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রনক দেব,তনুজ রায়,কাঞ্চন বনিক,শিক্ষক আলী আমজাদ মিলন,শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এতে অংশগ্রহন করেন।

চলচ্চিত্রটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবীগঞ্জ চলচ্চিত্র সংসদের দেবাশীষ রায়,অনিক দাশ রাজন,শৈকত দাশ শাওনসহ সংগঠনের তরুন কর্মীরা। সামাজিক ড্রামাধর্মী এ চলচ্চিত্রটি নবীগঞ্জে ব্যাপক সাড়া জাগিয়েছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।