নবম ওয়েজবোর্ড’র গেজেট প্রকাশ ও নিরাপত্তার দাবীতে কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন-বিক্ষোভ

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের বিরুদ্ধে নোয়াবের মামলার প্রতিবাদ, গেজেট প্রকাশের দাবী ও গণমাধ্যমকর্মী আইন পাস এবং ছাটাই বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তা দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাংবাদিক ইউনিয়ন। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বেলা ১২ টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সামনে এ মানববন্ধন করেন সাংবাদিকরা।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেসে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহমুদ হাসান, আফরোজা আক্তার ডিউ, সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার নির্বাহী সম্পাদক কে এম শাহীন রেজা প্রমুখ।

মানববন্ধন শেষে অংশ নেওয়া সাংবাদিকরা ডিসিকোর্ট চত্বরে মিছিলসহ বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দেন তারা।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।