দৌলতপুর সিমান্তে ৪৭ বর্ডার গার্ডের উদ্যোগে গাছের চারা রোপণ
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

All-focus

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে ৪৭ বর্ডার গার্ড সি.ও.লেঃকর্ণেল রফিকুল ইসলামের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় মহিষকুন্ডি কোম্পানী কোমান্ডার সুবেদার জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে এলাকার মহিষকুন্ডি, জয়পুর, ঠোটারপাড়া, বিলগাথুয়া, জামালপুর ক্যাম্প সহ সিমান্তের পাকুড়িয়া, প্রকোট নগর ও মহিষকুন্ডি সহ সকল স্কুল-কলেজ গুলিতে প্রায় ১০ হাজার বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী কাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
এ সময় এলাকার বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তা ও প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার,রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।