দৌলতপুর প্রেসক্লাব (ডি.পি.সি)র আলোচনা সভা ও কমিটি গঠন : বিভিন্ন মহলের অভিনন্দন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


সভাপতি, আব্দুল আলিম সাচ্চু: সম্পাদক, মানজারুল ইসলাম খোকন
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাব- (ডি.পি.সি) এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে দৌলতপুর থানা চত্বরে রিপোর্টার্স ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সর্বসম্মতি ক্রমে দৈনিক দেশের পত্র পত্রিকার প্রতিনিধি আব্দুল আলিম সাচ্চুকে সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।
প্রেসক্লাবের সদস্যবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে
নবগঠিত কমিটির সদস্যরা হলেন সহ সভাপতি খন্দকার জালাল উদ্দিন (দৈনিক বাংলাদেশ বার্তা ), রনি আহমেদ (দৈনিক সন্ধ্যাবাণী), আব্দুল্লাহ বিন জোহানী তুহিন( দৈনিক শিকল), মাসুদুর রহমান (ডেইলি ইভিনিং নিউজ), যুগ্ম-সাধারণ সম্পাদকফিরোজ কায়ছার (আনন্দ টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালে মজনুল কবির পান্না (সাপ্তাহিক কালেশ্বর), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ( দৈনিক সোনালী খবর), কোষাধ্যক্ষ জিল্লুর রহমান (এস টিভি বাংলা)দপ্তর সম্পাদক আছানুল হক (দৈনিক মাটির পৃথিবী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনাই রহমান সুজন (দৈনিক সময়ের দিগন্ত), তথ্য প্রযুক্তি সম্পাদক এনামুল হক রাসেল (দৈনিক দেশের কন্ঠ), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মারুফা ইয়াসমিন( দৈনিক ডোনেট), সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম( বাংলা মিরর নিউজ২৪.কম), ধর্ম বিষয়ক সম্পাদক কামরান আহমেদ রাজিব ( দৈনিক আলোকিত সকাল), ক্রিয়া সম্পাদক সেলিম রেজা (দৈনিক মাতৃজগৎ), ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক হজরত আলী (দৈনিক মাটির ডাক), তথ্য ও গবেষণা সম্পাদক হেলাল উদ্দিন (সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র), সমাজ কল্যাণ সম্পাদক সোহানুর রহমান শিপন ( দৈনিক জনমতামত) নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ (আলোকিত পৃথিবী), নির্বাহী সদস্য আহসান হাবিব লেলিন (মুক্ত খবর), নির্বাহী সদস্য জুয়েলুর রহমান(দৈনিক আলোর সন্ধানে আমরা )নির্বাহী সদস্য রাকিব হোসেন ( দিনের খবর) নির্বাহী সদস্য খালিদ আহমেদ রিংকু (দৈনিক কুষ্টিয়া),সাজ্জাদ আলী(সাপ্তাহিক দৌলতপুর বার্তা),আশিকুজ্জামান(দৈনিক আজকের সূত্রপাত),সজল বিশ্বাস (দৈনিক আরশীনগর) এস এম সরোয়ার পারভেজ( দৈনিক সময়ের দিগন্ত) কার্য নির্বহী কমিটির সদস্য হলেন মকলেচুর রহমান বাবু ( জনতার আলো) মাজহারুল ইসলাম পিকলু (দ্যা কুষ্টিয়া রিপোর্ট২৪.কম) মিল্টন আহমেদ( দৈনিক বর্তমান কথা ), অন্তর আহমেদ স¤্রাট(দৈনিক লালন কন্ঠ ) আশিকুর রহমান (দৈনিক পদ্মা-গড়াই) মুছাবুল হক (দৈনিক দেশের বাণী) মুন্না আহমেদ (দৈনিক যায়যায় কাল), আব্দুর রহমান ( দৈনিক দুর্নীতি সমাচার) সোহাগ উদ্দিন (দ্যা বিডি রিপোর্ট২৪.কম ) ফরিদ আহমেদ (ভোরের পাতা) সাগর আহমেদ, ছানোয়ার পারভেজ।
পরে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এদিকে নবগঠিত এ কমিটিকে দৌলতপুরের বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন ।