দৌলতপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


এনামুল হক রাসেল : কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মিঠু মল্লিক (৩০),প্রিন্স মাহমুদ (২৮) ও আশরাফুল মালিথা (২৫) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার দৌলতপুর মহিষকুন্ডি ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
দৌলতপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোঃ আজম খান এর নির্দেশে থানার এসআই আব্দুস সামাদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে দৌলতপুরের মহিষকুন্ডি ঘোনাপাড়াএলাকায় অভিযান চালায় । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপরোক্ত ব্যাক্তিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জেলার মিরপুর উপজেলার বলিদাপাড়ায় ফজলুল হক মন্ডলের ছেলে প্রিন্স মাহমুদ একই এলাকার বাবড়পাড়ার আজিজুল মল্লিলের ছেলে মিঠু মল্লিক ও কুষ্টিয়া সদরের জুগিয়া কদমতলা এলাকার আমজাদ মালিথার ছেলে আশরাফুল মালিথাকে ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে ।
এ ব্যাপাারে আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।