দৌলতপুর ডেঙ্গু রুগীদের পাশে উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রুগীদের দেখতে যান দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।
এজাজ আহমেদ মামুন মঙ্গলবার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সেখানে চিকিৎসাধীন ডেঙ্গু রুগী দৌলতপুর ইউনিয়ন এর চক দৌলতপুর গ্রামেন মরজিনা খাতুন (৩৫), রোজিনা খাতুন (৬০) ও আড়িয়া ইউনিয়ানের ছাতার পাড়া গ্রামের আছিয়া খাতুন (৫০) ডেঙ্গু রোগে আক্রান্ত হাওয়াই দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য পরিদর্শন করেন ।
এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক, রুগী ও রুগীর স্বজনদের সাথে কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজের এবং প্রতিবেশীর বাড়ি ও কর্মস্থলের আশে পাশের বদ্ধ জলের পুরাতন পাতিল, পরিত্যক্ত খেলনা, ডাবের খোশা, ফুলের টব, বাড়ির ছাদ, পুরাতন টায়ার, কলার মুচা, এসি ও ফ্রিজসহ সকল স্বচ্ছ জলের স্থান ধ্বংস করতে হবে। সেই সাথে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে।