দৌলতপুরে ১৪৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ১৪৬ বোতল ফেনসিডিলসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার ধর্মদহ কচির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আরিফুর রহমান জানান, ফেনসিডিল পাচারের খবর পেয়ে উপ-পরিদর্শক রাজিক রায়হানের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১৪৬ বোতল ফেসনিডিলসহ রাসেল সরদার ও রুবেল প্রামানিক নামে কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আককৃতদের বাড়ি পাবনা সদর থানার টেবুনিয়া গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একইদিন সকাল ৬ টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ জামালপুর বিওপি সদস্যরা জামালপুর পূর্ব মাঠ নামক স্থান থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ আটক করেছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।