দৌলতপুরে স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯
Spread the love

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কল্যানপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কল্যানপুর বাজারে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক , এলাকাবাসী, স্কুল ম্যাজিং কমিটির অধিকাংশ সদস্য শিক্ষক মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহন কারী বক্তারা উল্লেখ করেন, গত ২৩ তারিখ অভিভাবক সদস্য নির্বাচন হয় এবং ২৭ সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, মোট ভোটার সংখ্যা ৯ জনেরর ভিতর থেকে ৬ ভোট পেয়ে সোহরাব হোসেন খাঁন সভাপতি নির্বাচিত হন। এ অপর সভাপতি পার্থী সাহাজুল ইসলাম ৩ ভোট পান, সাহাজুল ইসলাম পরাজিত হওয়ার কারনে অভিভাবক সদস্য আজাদের উপর ২৯ তারিখ বিকালে হঠাৎ হামলা চালায় এবং তাকে পিটিয়ে গুরুত্বর জখম করেন।

এ বিষয়ে আবুল কালাম আজাদ জানান,আমি ভোট দি নাই সেই কারণে আমাকে হঠাৎ রাস্তায় গতিরোধ করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে সাহাজুল আমাকে বলে ভোট দিলিনা কেন। কিছু বলার আগেই আমার উপর তার দলবল দিয়ে হামলা চালায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে বাড়ীতে পৌছায়ে দেয়, আমার অবস্থা গুরুত্বর আহত হলেও আমাকে চিকিৎসা জন্য হাসপাতালে প্রর্যন্ত যে দেয়নি এবং বলছে যদি হাসপাতালে ভর্তি হয় কিংবা থানায় কোন অভিযোগ করি শেষ করে দিবে ।

এ বিষয়ে সাহাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বাজারে ব্যাবসা নিয়ে মারামারিটা হয়েছে, তবে তিনি ক্যামেরায় কোন কথা বলতে চাইনি, বলে ওরা যেটা বলে সেটা লিখেন, আমার কিছু বলার নাই।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সালেক জানান, ঠিক নিয়মঅনুসারে নির্বাচন হয়েছে, ৬ ভোট পেয়ে সোহরাব হোসেন খান নির্বাচিত হয়েছেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।