দৌলতপুরে সিমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে বিজিবি ও বিএসএফ’র এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১.৩০ পর্যন্ত ১৫২/৭ পিলার সংলগ্ন স্থানে বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ১৫ সদস্য দলের পক্ষে নেতৃত্¦
দেন বিজিবি’র ৪৭ ব্যাটালিয়নের কুষ্টিয়া সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ই্সলাম। ভারতের ১৩ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন সি.ও. রতি কান্ত ঠাকুর ও ৪৩ বিএসএফ’র কমান্ডিং অফিসার রওশন বাঘ। বৈঠকে শুভেচ্ছা বিনিময় ও উভয় দেশের অভ্যন্তরিন স্বার্থ সংøিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানাগেছে।
পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।