দৌলতপুরে ভিটামিন এ প্লাশ প্রথম রাউন্ড ক্যাম্পাইন অনুষ্ঠিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
Spread the love

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ভিটামিন এ প্লাস প্রথম রাউন্ড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৩৮ টি কেন্দ্রে লক্ষ্যমাত্রা ৬ থেকে ১১ মাসের স্বাভাবিক শিশু ৫,৫৭২ জন, প্রতিবন্ধী শিশু ২৩ জন, ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত স্বাভাবিক শিশু ৪৬৩৯৬ জন ও প্রতিবন্ধী শিশু ৮৯ জন কে এ ভিটামিন এ প্লাস ক্যাপ্সুল খাওয়ানো হয়েছে।

ভিটামিন এ প্লাস প্রথম রাউন্ড ক্যাম্পেইন প্রথম রান্ডের আনুষ্ঠানিক ভাবে শনিবার সকাল ৯ টায় দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ অরবিন্দু পাল, সাংবাদিক মো: সাইফুল ইসলাম (শাহীন) ডা: আরেফিন সুলতানা নিপা, পুষ্টিবীদ রেবেকা সুলতানা, ব্র্যাকের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, যক্ষা প্রকল্পের টি এল সি ফরিদা পারভীন, স্বাস্থ্য সহকারী মো: রিয়াজ উদ্দিন প্রমূখ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।