দৌলতপুরে ভবানী দাস নামের এক কৃষককে হত্যা

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ভবানী দাস (৪০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। দৌলতপুর উপজেলার পিয়াপুর ইউনিয়নের পিয়ারপুর দাসপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

সোমবার সকালে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, রবিবার রাত সাড়ে ১০টার দিকে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিবেশী সুমা দাস ও জিতেন দাসের সাথে ভবানী দাসের কথা কাটকাটি হয়। একপর্যায়ে সুমা দাস ও জিতেন দাস ক্ষুব্ধ হয়ে ভবানী দাসকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভবানী দাসকে মৃত ঘোষণা করেন। তবে এটি হত্যা কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।