দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে পোর্ল্ট্রি ফার্মে আগুন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বালির দিয়াড় ছাতারি পাড়া গ্রামের শহিদ মন্ডলের পোর্ল্ট্রি মুরগির ফার্মে পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শহিদ মন্ডল জানান বুধবার সকাল অনুমানিক ৮ টার সময় আমার পোর্ল্ট্রি ফার্মে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগে ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যাক্ষদর্শী আশরাফুলের স্ত্রী রজিনা জানান, আমি প্রথমে দেখি ঘরের মাঝখানে আগুন তা দেখে চিৎকার করতে করতে ৫ মিনিটের ভিতরে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায়।
ছাত্রলীগ নেতা মোল্লা চঞ্চল জানান, এলাকার মানুষের চিৎকারে ছুটে এসে দেখি মূহুর্তে পুড়ে ছাই হয়ে গেছে ফার্মটি। বিষয়টি নিয়ে মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, আমাদের গ্রামে প্রায় বিভিন্ন ধরনের অঘটন ঘটছে, কি অসাধু শ্রেনীর মানুষ এমন ঘটনা ঘটাচ্ছে। বিষয়টি তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। পরে ঘটনা স্থল পরিদর্শন করেন দৌলতপুর থানার এসআই মিরাজ শেখ