দৌলতপুরে ডাকাতের হামলায় আহত-২ : ৫ লক্ষাধিক টাকা লুট
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সশস্ত্র ডাকাত দলের হামলায় ২ জন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। ডাকাতদল গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫ লক্ষ ১৩ হাজার ৫’শ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া-কিশোরীনগর মাঠের মধ্যে বটতলার নিকট ডাকাতদলের হামলার এ ঘটনা ঘটেছে।
আহত পরিবার ও পুলিশ জানায়, মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী পশু হাট থেকে দৌলতখালী-দাড়পাড়া থেকে ৮ জনের একদল গরু ব্যবসায়ী গরু বিক্রয় শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র ডাকাত গরু ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এসময় রবিউল ইসলাম (৪৫) ও মুতাহার আলী (৪২) নামে দু’জন গরু ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাদের কাছে থাকা ব্যবসার ৫ লক্ষ ১৩ হাজার ৫’শ টাকা লুট করে ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে রবিউল ইসলামকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়। আহত গরু ব্যবসায়ীদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দাড়েরপাড়া গ্রামে এবং তারা কেরামত আলী ও মতিউর রহমানের ছেলে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাকাতদের গ্রেফতারে এলাকায় অভিযান চালিয়েছে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার