দৌলতপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
খন্দকার জালাল উদ্দীন খন্দকার জালাল উদ্দীন
. সহকারী সম্পাদক

বৃহস্পতিবার সকাল ৭টার সময় বাইজিদ অটো রাইচ মিলের শ্রমিক এলাকার রেফায়েতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের বজলু মন্ডলের ছেলে হানিফ (৪০) প্রতি দিনের মত বাই সাইকেলে চড়ে কাজে যাওয়ার সময় হিসনা নদীর সেতুর মাঝখানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাকেল চালক হানিফের উপর উঠে পড়ে।
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হিসনা নদীর সেতুর উপর বালি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইজিদ অটো রাইচ মিলের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানাগেছে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার সময় বাইজিদ অটো রাইচ মিলের শ্রমিক এলাকার রেফায়েতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের বজলু মন্ডলের ছেলে হানিফ (৪০) প্রতি দিনের মত বাই সাইকেলে চড়ে কাজে যাওয়ার সময় হিসনা নদীর সেতুর মাঝখানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাকেল চালক হানিফের উপর উঠে পড়ে।
এ ঘটনায় হানিফের পেট বরাবর ট্রাকের চাকা উঠে পড়ে, ফলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এ দূর্ঘটনায় দু’পারের যান চলাচল প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে। দৌলদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ট্রাকটি পুলিশ জব্দ করেছে এবং লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।