দৌলতপুরে ছেলে ধরা সন্দেহে নারীকে গণপিটুনির ঘটনায় ২০ জন আটক

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ছেলে ধরা সন্দেহে হাসিনা বেগম (৬০) নামে মানষিক ভারসাম্যহীন এক নারীকে গণপিটুনির ঘটনায় ২০ জন আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে দৌলতপুর মাষ্টারপাড়া গ্রামের আশিকুর রহমান রনির বাড়িতে তার মানষিক ভারসাম্যহীন শাশুড়ি গত রোজার ঈদের আগে চিকিৎসার জন্য যান। সোমবার সকালে বাড়ির লোকজনের অজান্তে হাসিনা বেগম (৬০) নামে ওই মানষিক ভারসাম্যহীন নারী বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তি শিতলাইপাড়া গ্রামে গেলে গ্রামের লোকজন ছেলে ধরা সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আহত হাসিনার জামাই আশিকুর রহমান রনির সোমবার বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।

দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলার এজহারে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দু’শ থেকে আড়াই’শ জনকে আসামী করা হয়েছে। এসব গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে গুজবে কান দিয়ে আইন হাতে তুলে নিরাপরাধ মানুষকে মারপিট করার অপরাধে ভিডিও ফুটেজ ও ছবি দেখে প্রকৃত অপরািধীদের সনাক্ত পূর্বক পৃথক পৃথক ঘটনায় মোট ২৪ জনকে গ্রেফতার করেছে ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।