দৌলতপুরে এমপি বাদশা’র মায়ের প্রথম মৃত্যু বার্ষিকী পালন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯
Spread the love

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে হাজ্বী মোহাম্মদ শাজাহান (প্রাক্তন প্রধান শিক্ষক) সাহেবের স্ত্রী, ৭৫-কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাডঃ আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি’র মা ফিরোজা বেগমের ১৯ আগষ্ট সোমবার ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধা অন্যতম সংগঠকের পরিবারের সদস্য হবার কারণে তৎকালীন সময়ে এই মহীয়সী নারীর ভুমিকা ছিল অপরিসীম। তিঁনি ৩ ছেলে ও ২ কন্যা সন্তানের জননী ছিলেন। ৭৫ পরবর্তী সময়ে তাঁর বড় সন্তান আজকের সংসদ সরওয়ার জাহান বাদশাহ্ কে রাজনীতি অনুপ্রেরণা, উৎসাহ এবং সার্বিক সহযোগিতা অর্থনৈতিক জোগান তিঁনি দিয়েছেন। কারণ তিঁনি অনেক উচ্চ পরিবারের মেয়ে ছিলেন। আজকে দৌলতপুরের স্বচ্ছ রাজনীতির যে অভিভাবক সরওয়ার জাহান বাদশাহ্ তাতে সিংহভাগ অবদানই মরহুম ফিরোজা বেগমের। তিনি একজন রতœাগর্ভা ছিলেন, তাঁর মেজ সন্তান কর্নেল আবু হেনা মোস্তাফা, পরিচালক এন.এস. আই। ছোট ছেলে বৈজ্ঞানিক কর্মকর্তা, বড় মেয়ে গৃহীনি ও ছোট মেয়ে উচ্চ পদস্থ ব্যাংকার এবং জামাই দ্বয় উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়ীতে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফিরোজা বেগমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার বাদ আসরে দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাড়ীতে মেজবানেরও আয়োজন করা হয় এবং দোয়া অনুষ্ঠিত হয়, দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের নেতা, নেত্রী বৃন্দ ও অত্র এলাকার সাধারণ জনগণ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।