দৌলতপুরে ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদরাসায় আরবি হাতের সুন্দর লেখা প্রশিক্ষণ অনুষ্ঠিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯
Spread the love

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় ঐতিহ্যবাহী ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদরাসায় আরবি হাতের লেখা (খত্তে রুক’আ) প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গত ২৮ জুলাই রবিবার এ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়।

উত্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ (মুহতামিম) মাওলানা শামসুুল হক জানান এ প্রশিক্ষণ কোর্সে জামাতে মিজান থেকে শুরু করে তাকমীল ( মাস্টার্স অব এরোবিক) পর্যন্ত এবং ইসলামী আইন বিভাগ (ইফতা) এর প্রায় ৪০০ ছাত্র এ কোর্স এ অংশগ্রহণ করেন। তিনি আরো জানান ছাত্রদের হাতের লেখা সুন্দর ও মার্জিত করার লক্ষেই মুলত এ কোর্স করা। উক্ত বিষয়ে এ মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আঃ সুবহান সাহেব বলেন, ছাত্রদের লেখার মান উন্নয়ন করনার্থে ঢাকা থেকে এ প্রশিক্ষকদের নিয়ে আসা হয়েছে। এর দ্বারা ছাত্ররা অনেক উপকৃত হবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য যে , সুদুর ঢাকা থেকে আগত মারকাযু যায়েদ বিন ছাবেত রাঃ, কেরানীগঞ্জ ঢাকা এর সিনিয়র মুদাররিস হযরত মাওঃ আনোয়ারুল আযিম, তত্ত্বাবধানে ৪জন সুদক্ষ প্রশিক্ষক গতকাল এ কোর্স সকাল ৮ টায় শুরু হয়। কোর্স শেষ হবে আগামী ১ আগষ্ট।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।