দৌলতপুরে অটো ছিনতাইয়ের জন্যই ছুরিকাঘাতে অটো চালককে হত্যা: আটক ২

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অটো ছিনতাইয়ের জন্যই ছুরিকাঘাতে অটো চালক বিজয় হোসেন (২২) কে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত বিজয় হোসেন গাংনী উপজেলার মাঝের গ্রামের হাকিম ডাক্তারের ছেলে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, ছিনতাইকারীর একট দল যাত্রী সেজে গাংনী থেকে দৌললতপুর যাওয়ার নাম করে বিজয়ের ব্যাটারিচালিত অটোটি ভাড়া করে। তারা মৌবাড়িয়া-শ্যামপুর মাঠের মধ্যে এসে পৌছালে ছিনতাইকারীরা অটোটি ছিনতাইয়ের চেষ্টা করে। বিজয় ছিনতাইকারীদের বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর অটো নিয়ে পালানোর চেষ্টা করে। পথে পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পে টহলরত পুলিশ সদস্যদের দেখে ছিনতাইকারীরা অটো ফেলে পালানোর সময় রকি নামে একজনকে আটক করে পুলিশ। এ সময় বাকীরা পালিয়ে যায়।

আটককৃত রকি গাংনী উপজেলার বাওট গ্রামের কামাল হোসেনের ছেলে। পরে গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি মাঠ দিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ইব্রাহীম নামের আরো একজন আটক হয়। সে একই উপজেলার মাঝের গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তাকেও পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান জানান, অটোচালক ও ছিনতাইকারীরা সবাই গাংনী উপজেলার বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনার সাথে আরো কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।