দৌলতপুরের ছাতারপাড়া গ্রামে আইইডিসিআর এর প্রতিনিধি দল: আলামত সংগ্রহ

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে ৪০ জন নারী-পুরুষ ডেঙ্গু রোগে আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রন ও গবেষণা ইনষ্টিটিউট (আইইডিসিআর) এর ৪ সদস্যের বিশেষজ্ঞ একটি প্রতিনিধি দল ওই গ্রামে গিয়েছেন। শুক্রবার বিকেলে তারা ঢাকা থেকে কুষ্টিয়ায় পৌছান।

শনিবার সকালে টীমের সদস্যরা ছাতারপাড়া গ্রামের এতো মানুষ ডেঙ্গুতে আক্রান্তের ঘটনার কারণ, এডিস মশা ও লার্ভা অনুসন্ধনের জন্য আলামত সংগ্রহ করছেন। শনি ও রোববার ছাড়ারপাড়া গ্রামে আলামত সংগ্রহের কাজ করবেন বলে জানা গেছে।

এছাড়াও প্রতিনিধি দলের সদস্য আক্রান্ত রোগিদের কাছ থেকে তথ্য অনসুন্ধান করছেন। আইইডিসিআর এর এপিডেমিওলজি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ অনুপম সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মেডিকেল এপিডেমিওলজি ডাঃ দীপংকর দাস, স্যাম্পল কালেক্টর মাহবুব আলম খান ও ডাটা কালেক্টর শাহাদত হোসেন।

ডাঃ অনুপম সরকার বলেন, এই গ্রামে কেন এতো বেশি সংখ্যাক রোগি সে বিষয়ে অনুসন্ধান ও কীটতত্ত¡ বিষয়ে নমুনা করে হবে। পরবর্তিতে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে এর সঠিক কারন জানা যাবে।

এদিকে শনিবার এই গ্রাম থেকে ১০ জনকে ডেঙ্গু সন্দেহে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শনিবারও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাতারপাড়া ও এর আশপাশের গ্রামে পরিস্কার পরিচ্ছনতা অভিযান, এডিস মশা ও তার লার্ভা নিধনে ঔষধ স্প্রে এবং জনসচেতনতা মূলক কার্যক্রম চালানো হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ডেঙ্গু রোগি শনাক্তে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে টিম কাজ করছেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।