দৌলতপুরের আড়িয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন সাধারনের উপস্থিতিতে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়।
এ উপলক্ষ্যেবুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লবের সভাপতিত্বে এ উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।



বাজেট ঘোষনা অনুষ্ঠানে আড়িয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের জন্য বাজেট ঘোষনা করেন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব। ২০১৯-২০২০ অর্থ বছরের এ বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট ব্যায় ধরা হয়েছে ৮৬ লক্ষ ১৫ হাজার ৯২ টাকা ও আয় ধরা ৮৫ লক্ষ ৭০ হাজার ৩২৬ টাকা হয়েছে।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শামিম খানের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে সকল সাধারন ও সংরক্ষিত ইউপি সদস্য, ব্যাবসায়ী, শিক্ষক, সাংবাদিক, প্রতিটি ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার