দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
Spread the love

এনামুল হক রাসেল: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরের আড়িয়া ইউনিয়ন পরিষদের অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের এ চাল বিতরণের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ।

ভিজিএফের এ চাল বিতরণ অনুষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষে উপজেলার আড়িয়া ইউনিয়নের হতদরিদ্র ৭৫৬ জনের মধ্যে ১৫ কেজি করে ১১ হাজার ৩৪০ কেজি চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে আড়িয়া ইউপি চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়েছিল। এরপর ওই তালিকা অনুযায়ী হতদরিদ্র মানুষদের মধ্যে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়ার মাধ্যমে চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এ সময় আড়িয়া ইউপি চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।