দৌলতপুরের আল্লারদর্গায় কোটি টাকা ব্যায়ে নির্মিত ড্রেনেজ ব্যাবস্থা ভেস্থে গেছে

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯
Spread the love

জেলা নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের ৯ শ’ মিটার পাথুরে ঢালাই ইউ ড্রেন প্রায় কোটি টাকা ব্যায়ে নির্মিত, ঠিকাদার সঠিক ভাবে সিডিউল অনুযায়ী কাজ না করায় ড্রেনেজ ব্যাবস্থা ভেস্থে গেছে।

জানা গেছে গত ২০১২-২০১৩ অর্থ বছরে শিল্প নগরী আল্লারদর্গা বাজারের পানি নিস্কাশনের জন্য ৯ শ’ মিটার পাথুরে ঢালাই ইউ ড্রেন বরাদ্দ হয়। কিন্তু ঠিকাদার সময় মত কাজটি করতে না পারায়, কাজ অসমাপ্ত করে চলে যায়। পরবর্তি ২০১৬-২০১৭ অর্থ বছরে আবার কাজ শুরু হয়, কিছু কাজ করে ঠিকাদার অজ্ঞাত কারণে রাতা রাতি কাজের সরঞ্জাম গুছিয়ে নিয়ে কাজ শেষ না করে পালিয়ে যায়। ২৫/৩০ ফুট ড্রেন ও ড্রেনটি পার্শে হিসনা নদীর সাথে সংযোগ করে দিলেই জমে থাকা পানি নিস্কাষন হয়ে যায়। বর্তমানে বাজারের ড্রেনেজ ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে, বাজারের পানি নিস্কাশনের কোন ব্যাবস্থা না থাকায় পানি রাস্তায় এসে জমা হয়। এ কারণে পাকা রাস্তা তাড়াতাড়ি ভেঙ্গে বড়বড় গর্তে পরিনত হয়ে ব্যবসায়ী ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের চরম দূর্ভোগের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী জেলা নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে, এ কঠিন বাস্তবতার সুরাহা প্রার্থনা করছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।