দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা বাহিকতা ধরে রাখতে বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছে- ফরহাদ হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯
Spread the love

মেহেরপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা বাহিকতা ধরে রাখতে বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছে। দেশের প্রতিটি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ও আইসিটি ভবন নির্মাণ করা হচ্ছে। বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অর্থ বরাদ্দ দিচ্ছে বর্তমান সরকার।

রোববার দুপুরে মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক আতাউল গনি, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস প্রমুখ। এসময় নবীন বরন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের এ চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।