দামুডহুদায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত ১
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

দামুডহুদায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা দামুডহুদা থানার অন্তভুক্ত ধান্যঘরায় বোমা বানানোর সময় বোমা বিস্ফোরণে হয়ে হাকিম গুরুপ্তপুর্ন জখম হয়েছেন।
জানা গেছে- সোমবার সকাল ৯ ঘটিকার সময় কুড়ুলগাছি ইউনিয়ন এর ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে।আহত, হাকিম হলেন ধান্যঘরা গ্রামের মৃত্যু বাক্কার ছেলে আব্দুল হাকিম
স্থানীয়রা জানিয়েছেন, হাকিম হলেন এক জন প্রকৃত মাকদ ব্যাবসায়ী। তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত। আজ সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে বোমা তৈরি করছিলেন। এসময় বোমার বিস্ফোরণ ঘটলে হাকিম আহত হন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি
এ ব্যাপারে জানতে দামুডহুদা মডেল থানার অফিসান ইনর্চাজ ওসি সুকুমার বিশ্বাস জানান, বোমা বিস্ফোরণে আহতের বিষয়টি পুলিশ খোঁজ নিয়ে দেখছেন।
পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।