তীরে গিয়ে তরী ডুবল ওয়েস্ট ইন্ডিজের
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: অবিশ্বাস্য, রীতিমত অকল্পনীয় এক ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব! অবিশ্বাস্য এক থ্রিলারের জন্ম দিতে দিতেও অল্পের জন্য একদম শেষ মুহুর্তে হেরে গেল ওয়েস্টইণ্ডিজ, পারলেন না কার্লোস ব্র্যাথওয়েট! শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইন্ডিজ
সেই যে ইংল্যান্ডের বেন স্টোকসকে শেষ ওভারে টানা ৪ ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপ জেতানো ব্র্যাথওয়েট আজকেও আরেকটু হলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন!
কিউইদের ছুঁড়ে দেওয়া ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬৪ রানে ৭ উইকেট, ২১১ রানে ৮ উইকেট আর ২৪৫ রানেই ৯ম উইকেট হারানো ওয়েস্টইন্ডিজকে এক অসামান্য জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মাত্র ৮২ বলে ৯ চার ও ৫ ছয়ে ১০১ রান করা কার্লোস! ৪৮ তম ওভারে একাই নিয়েছেন ২৫ রান, আর ১২ বলে মাত্র ৮ রান দরকার ছিল ইন্ডিজের জিততে।
জিমি নিশামের ওভারের শেষ বলটা হাঁকিয়েছিলেও ব্র্যাথওয়েট, কিন্তু ধরা পড়ে গেলেন লংঅনে, বাউন্ডারীর সামান্য ভেতর থেকে ক্যাচটা নিলেন ট্রেন্ট বোল্ট! জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে থামলো এক বিধ্বংসী ইনিংস! শ্বাসরুদ্ধকর এই থ্রিলারে জয়ের হাসি হাসলো কিউইরা!
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৯১/৮ (উইলিয়ামসন ১৪৮, টেইলর ৬৯, জেমস নিশাম ২৮, গ্রান্ডহোম ১৬, লাথাম ১২)।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৮৬/১০ ( ব্রাথওয়েট ১০১, গেইল ৮৭, হিতমার ৫৪ ;বোল্ট ৩০/৪)।
ফল: নিউজিল্যান্ড ৫ রানে জয়ী।