ঝিনাইদহের গোয়ালপাড়ায় মাইক্রো বাসের চাকা ব্লাস্ট হয়ে ধাক্কা: দু’জন নিহত , সর্প দংশনে কৃষকের মৃত্যু

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯
Spread the love

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় মাইক্রো বাসের ধাক্কায় তাসলিমা খাতুন স্কুল ছাত্রী (১৪) ও ইমামুল হোসেন (২০) নামে দুই জন নিহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা-মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে তাসলিমা খাতুন ও একই উপজেলার ঘোড়ামারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমামুল হোসেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রো বাস ঝিনাইদহের দিকে আসছিল। পথিমধ্যে ঝিনাইদহের পোড়াহাটি নামক এলাকায় পৌঁছালে মাইক্রো বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে প্রথমে ৮ম শ্রেণী পড়–য়া তাসলিমা খাতুন ও পরে বাইসাইকেল আরোহি ইমামুল হোসেনকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন। পরে মাইক্রো বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।

ঝিনাইদহে দুই সন্তানের জনক কৃষকের সর্প দংশনে মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে দুই সন্তানের জনক আব্দুস সোবাহান (৪৫) নামের এক কৃষকের সর্প দংশনে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে অতিরিক্ত গরমের কারনে বাড়ির পাশেই মেহগনি বাগানে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় বিষধর সাপে তাকে কামড়ে ধরে রাখে এবং ঘুম থেকে উঠে নিজেই শরীর থেকে সাপকে ছুড়ে ফেলেন। তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসেন। গ্রামের এক কথিত কবিরাজের কাছ নেয়া হয়। দফায় দফায় চলে ঝাড়ফুক। অশেষে অবস্থার অবনতি ঘটলে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া পথে রাত ১ টার সময় তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তিকে অকালে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জানা নেই বা কেউ জানাননি। তবে খোঁজ নিবেন বলে তিনি জানান।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।