জাল টাকা ক্রয় বিক্রয়ের সময় কুষ্টিয়া মডেল থানা পুলিশের হানা, জাল টাকাসহ আটক-৪
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া মডেল থানার বিশেষ অভিযানে জাল টাকাসহ ৪ আটক। জানাযায়, গত বুধবার গোপন সংবাদ এর ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর নেতৃত্বে কুষ্টিয়ার শহরের আমলা পাড়া (বড় বাজার বস্তাপ্রট্রি) থেকে এস আই মোস্তাফিজুর রহমান, এস আই মেহেদী হাসান, এস আই দীনেশ সঙ্গীয় ফোর্স সহ ২৫ হাজার প্রতিটা ১ হাজার টাকার জাল নোট সহ ৪ জন জাল নোট ব্যাবসায়ী কে আটক করেত সক্ষম হয়।
আসামীর হলেন, শহরের আকবর শেখ এর ছেলে ঝন্টু (৪০), মৃত নাজিমের ছেলে রফিকুল (৩৭), মৃত হাশেম শেখের ছেলে দেলোয়ার (৫৫), মৃত মওজালি হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার। এসময় তাদের কাছে থেকে ২৫ টা ১ হাজার টাকার জাল নোট যার পাওয়া যায়। যার সিরিয়াল নাম্বার ক চ ৫৬৩৫৭৪৩ খ, এছাড়াও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়ার মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি চক্র জাল নোট ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদ পেয়ে আমরা অভিযান শুরু করি এর একপর্যায়ে জাল নোট সহ হাতে নাতে আমরা আসামী দের ধরতে সক্ষম হয়। তিনি আরো বলেন, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) স্যার এর নির্দেশে মাদক, সন্ত্রাস সহ যেকোনো অপ্রীতিকর ঘটনা নির্মূলে আমরা বদ্ধপরিকর।