চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯
Spread the love

আলমডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক মাদ্রাসাছাত্রের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রের নাম- আবির হোসেন (১১)। মঙ্গলবার রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার পার্শ্ববর্তী কেডিবি ইটভাটার পাশে বুধবার সকালে ওই ছাত্রের মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে চমকে ওঠেন এলাকাবাসী। নিহত ছাত্র আবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মাস ছয়েক আগে আবির হোসেন ভর্তি হয়। এখানকার এতিমখানায় থাকত সে। মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতি মোহাম্মদ আবু হানিফ জানান, মঙ্গলবার এশার নামাজের সময় ওজু করতে বেরিয়ে ছেলেটি আর মাদ্রাসার কক্ষে ফেরেনি।

রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। বুধবার সকালে মাদ্রাসার নিকটবর্তী ইটভাটার পাশে তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।