চুয়াডাঙ্গার বগাদিতে প্রেমিকার সাথে দেখা করতে এসে প্রেমিক গ্যাঁড়াকলে
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদিতে প্রেমিকার সাথে দেখা করতে এসে প্রেমিক গ্যাঁড়াকলে । ঘটনাটি ঘটেছে গতপরশু শুক্রবার রাত ৯টার দিকে, জানাগেছে ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের ভাংটাপাড়ার আব্দুর হান্নানের মেয়ে ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী লুবনা খাতুনের সাথে একই উপজেলার নতিডাঙ্গা গ্রামের বদর উদ্দীনের ছেলে আজিজুল হকের সাথে বেশ কিছুদিন যাবৎ ঐ মেয়ের প্রের্মেজ সম্পর্ক থাকায় আজিজুল কে মেয়ে ফোন করে ডেকে নিয়ে আসে নিজ গ্রামে এবং তাদের বাসভবনের পাশে বাঁশ বাগানের ভিতরে রাত ৯ টার দিকে দেখা করতে গেলে গ্রামের সিদ্দীক আলীর ছেলে রোহান, কাওসার আলীর ছেলে সামাদসহ কয়েক জন তাদের হাতে নাতে ধরে এবং আজিজুল কে ঐ পাড়ার
আলাউদ্দীনের বাড়িতে নিয়ে একটি রুমের ভিতরে আটকি রাখে, এবং বিষয়টি গ্রামে জানাজানি হলে গ্রামের মৃত সমসের আলীর ছেলে ছেলে হাসিবুল এসে তাকে ওই বাড়ি থেকে সরিয়ে নিয়ে যায়, এবং ছেলের পরিবারকে খবর দিলে পরিবাদের লোকজন আসে, এবং মেয়ের পরিবার থেকে স্থানিয় বিভিন্ন দলের নামভাঙ্গিয়ে নয়া নেতা কিছু চিটিং বাজ দের অর্থের প্রালাভোন দিয়ে কৌশলে ঐ ছেলের সাথে বিবাহ দেয়ার কথা বলে, এবং তারা ও অর্থের লোভে বিয়ে দেয়ার তোলপাড়তা করছে, গত পরশু শুক্রবার ও গতকাল শনিবারে ও বিভিন্ন স্থানে গিয়ে ঐ , দুজন অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে পড়াতে ব্যার্থ হয় কতিপয় নয়নেতা ও চিটিং বাজরা, গ্রামের একজন নামপ্রকাশের অনইচ্ছুক, জানায় থেমে নেই এখনো কতিপয়, বিভিন্ন দলের নামভাঙ্গিয়ে চলা নয়ানেতা চিটিং বাজরা, এবিষয়ে গ্রামবাসি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের কাছে আশু হস্থক্ষেপ কামনা করেছে, যদি সরকারি কর্মকর্তারা একটু বাল্যবিয়ের দিকে সু নজর রাখে।